ডেভিল হান্টের অভিযানে ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন আ’লীগের সা.সম্পাদক সহ আটক- ১৬

যশোরে ডেভিল হান্টের অভিযানে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন আ’লীগের সা.সম্পাদক সহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার(১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।তাদের মধ্যে আওয়ামীলীগের ছয় নেতা-কর্মী রয়েছেন, যাদেরকে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আটককৃত আওয়ামীলীগের নেতা-কর্মীরা হলেন, শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যশোর সদর উপজেলার ইছালী মথুরাপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে সাইফুল ইসলাম,বাঘারপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাঈল শেখের ছেলে শরিফুল ইসলাম, ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের শাহাজান গাজীর ছেলে শরিফুল ইসলাম,শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমের ছেলে আদম শফিউল্লাহ ও বারাকপুর গ্রামের সায়েদ আলীর ছেলে শহিদুল ইসলাম।তাদের মধ্যে কোতোয়ালি থানার ১ জন,ঝিকরগাছার ৩ জন,শার্শার ১ জন ও বাঘারপাড়ার ১ জন।
মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) নুর-ই -আলম সিদ্দিকী জানান,জেলায় ডেভিল হান্টের অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
তিনি আরও বলেন ডেভিল হান্টের অভিযানে শুধু মাত্র নাশকতা কিংবা বিস্ফোরক মামলার আসমিরা আটক হবেন শুধু এমনটি না।
মুলত যারা চাঞ্চল্যকর অপরাধী, চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী মুলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও এ অভিযানে গ্রেফতার করা হচ্ছে। দুইদিনে মোট ৩২ জনকে আটক করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *