সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি’র মতবিনিময়

এম এ আজিজঃ

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপি’র নবগঠিত কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক রহমত উল্লাহ পলাশ’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির আহবায়ক বলেন, দলীয় কোন্দল নিরসন করে জেলা বিএনপিকে নতুন করে সাজানোর লক্ষ্যে ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হবে। কমিটি গঠন নিয়ে আমরা কোনো স্বজনপ্রীতি করবো না। আহ্বায়ক কমিটির সদস্যদের আসন ভিত্তিকভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আগামীতে জেলা বিএনপি হবে সুসংগঠিত একটি দল।

নবগঠিত কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আখতারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান, বিএনপি নেতা কাজী আলাউদ্দিনসহ সাতক্ষীরা জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জানানো হয়, সাতক্ষীরায়-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, সাতক্ষীরা-২ আসনে যুগ্ম আহ্বায়ক আখতারুল ইসলাম, সাতক্ষীরা-৩ আসনে যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি এবং সাতক্ষীরা-৪ আসনে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *