সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৭ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে সাত লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার (১২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা এবং চান্দড়িয়া বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এই মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা এবং চান্দড়িয়া বিওপির টহল দলের সদস্যরা তাদের সংশ্লিষ্ঠ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ, আগরবাতি, শাড়ি ও বোরকা ইত্যাদি আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭ লাখ ১৯ হাজার টাকা।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *