কলারোয়ায় শ্রমিকদলের পক্ষ থেকে আক্তারুল ইসলামকে সংবর্ধনা

এম এ আজিজঃ

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা ও পৌর শ্রমিকদলের পক্ষ থেকে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক মেয়র আক্তারুল ইসলামকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় কলারোয়ার তার নিজস্ব বাসভবন কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আক্তারুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় সৎ,আদর্শিক ও ত্যাগী নেতাদের সামনে এনে বি এন পির ৩১ দফার মুদ্রাস্ফ্রীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের নায্য মজুরি নিশ্চিত করা হবে। এ সকল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপিকে আদর্শিক শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়া থানা শ্রমিকদলের সভাপতি হাবিবুল্লাহ হাব্বি,সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম হোসেন,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু,থানা সাংগঠনিক শফিকুল ইসলাম, পৌর সাংগঠনিক সিরাজুল ইসলাম, টাইলস শ্রমিক ইউঃ সাধাঃ সম্পাঃ ওলিউর রহমান, রিপন,রাজীব, মাসুম,রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *