যশোরে লেপ-তোষকের দোকান আগুনে পুড়ে ছাই

যশোর শহরের লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে পুরো দোকানটি ভস্মিভূত হয়ে গেছে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সোহেল রানা জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে শহরের কারবালা এলাকার লেপ তোষকের দোকানে তারা অগ্নিকাণ্ডের খবর পান। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের তিনটি ইউনিট এ আগুন নেভানোর কাজে অংশ নেয়।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে শুধুমাত্র একটি দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে দোকানে আগুন দেখেন তারা। এরপর দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *