ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির আংশিক কমিটি গঠন
কাঞ্চন আহবায়ক ও সদস্য সচিব জয়তু

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা সমিতির কার্যালয়ে কলারোয়া উপজেলা সমিতির পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে,
নতুন কমিটিতে মোঃ আজগর আলী কাঞ্চনকে আহ্বায়ক এবং মোঃ রফিকুল ইসলাম জয়তুকে সদস্য সচিব করে আংশিক কমিটির গঠন করা হয়েছে।
কমিটির অন্য অন্য সদস্য হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিনুজ্জামান, অ্যাডভোকেট আব্দুল গফফার, কে এম আশরাফুজ্জামান (পলাশ) কার্যনির্বাহী কমিটির সদস্য সাইদুজ্জামান রিপন, মোঃ আবু তারেক, আমিনুর রহমান শান্ত, তুষার রহমান, সাঈদুর রহমান, আরিফুজ্জামান মামুন, নুরুল আমিন সোহাগ, সেলিমুল আলম, মিজানুর রহমান মহব্বত, আংশিক কমিটির গঠন করা হয়।
সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে ৩৩ সদস্য কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।
