কেঁড়াগাছি জামায়াতে ইসলামীর সাংগঠনিক অফিসের উদ্বোধন

কলারোয়ার কেঁড়াগাছি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক অফিসের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কেঁড়াগাছি ইউনিয়নে ১নং ওয়ার্ডে এ অফিসের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
জামায়াতে ইসলামী কেঁড়াগাছি ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোঃ আনছার আলী হাজরা’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ফিরোজ আহম্মাদ আজাদী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান,
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সিনিয়র সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সহ সভাপতি মাওঃ রিয়াজুল ইসলাম, ওলামা বিভাগ সভাপতি মাওঃ শাফিউল্লাহ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রমিজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়নে ১৫ বছর পরে দলটির এ সাংগঠনিক অফিসের উদ্বোধন করা হলো।
