সাতক্ষীরায় হাফেজ কল্যাণ পরিষদ ও ইমাম সমিতের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দিকাল পাঁচটায় শহরের পাওয়ার হাউস গেট থেকে সাতক্ষীরায় হাফেজ কল্যাণ পরিষদ ও ইমাম সমিতির উদ্যোগে সাতক্ষীরা জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মুফতি আখতারুজ্জামান , হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশার, সেক্রেটারি হাফেজ আবু সাঈদজি ইসলামী আলোচক হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন, পাওয়ার হাউস জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ,মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ রুকুনুজ্জামান বিপ্লবী,ডাঃ হাফেজ মোঃ আবু বক্কার সিদ্দিকী, হাফেজ মোস্তাফিজুর রহমান, হাফেজ আনিসুর রহমান প্রমুখ।
র্যালিতে সাতক্ষীরার শত শত হাফেজ ও বিভিন্ন মাদ্রাসার কয়েক শত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। এসময় তারা ‘আহলান সাহলান, মাহে রমজান’ ‘দিনের বেলা হোটেল রেস্তোরাঁ, বন্ধ কর করতে হবে’ ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ কর করতে হবে’ স্লোগান দেন। তাদের হাতে রমজান মাসে সিনেমা হল বন্ধ, নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল।
বর্ণাঢ্য র্যালিটি সাতক্ষীরা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পাওয়ার হাউস জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
রমজানকে স্বাগত জানানোর র্যালি শেষে আয়োজকরা ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মাধ্যমে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও সিয়াম-সাধনায় নিজেদেরকে ইমানদার হিসেবে তৈরির আহ্বান জানান।
