হেলাতলা আইডিয়াল বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কলারোয়ার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার( ২৭ ফেব্রুয়ারি)হেলাতলা আইডিয়াল
মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। বিদায়ী শিক্ষকরা হলেন সহকারী প্রধান শিক্ষক মোঃসিরাজুল ইসলাম , সহকারী শিক্ষক জনাব এম, আজিজুল ইসলাম এবং সহকারী শিক্ষক মোঃ আব্দুল মাজেদ। সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবু তালেব সরদার এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হেলাতলা ইউনিয়নের সেক্রেটারি মাওঃ ইমামুল ইসলাম, যুব জামায়াতে কলারোয়া উপজেলা সহ- সভাপতি আসাদুজ্জামান রোমেল, হেলাতলা ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জাহিদ হাসান ও ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মোঃ আবু জার।
এছাড়াও সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত বিদায় অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল রউফ ও আবু তালেব বিশ্বাস।
এসময় অবসরজনিত বিদায়ী শিক্ষকগণ তাদের কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ করে নবীন শিক্ষকদের প্রতি সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সকল শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম বলেন, স্কুল জীবনের তিন বন্ধুকে আমার হাত দিয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিতে কষ্ট হলেও কিছুটা আনন্দিত বোধ করছি।
