কলারোয়ার শহীদ পরিবারের সাথে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরার কলারোয়ার শহীদ পরিবারের সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৪ঠা মার্চ) বাদ আসর কলারোয়ার কামারালি শহীদ আরিফ বিল্লাহ ও রুহুল আমিন এর বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ কামরুজ্জামান এর সভাপতি প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ, সরসকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, জামায়াত নেতা মোঃ আব্দুল মান্নান, মাওলানা আব্দুল জব্বার প্রমুখ।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন,
জামায়াতে ইসলামী শহীদ ও জীবন্ত শহীদ পরিবারের সদস্য। যেই মা-বাবা সন্তান হারিয়েছে, যে বোন স্বামী হারিয়েছে, যেই সন্তান পিতা হারিয়েছে, সেই স্মৃতি মনে করে সেহরি ও ইফতার তৃপ্তিতে করতে পারে না।
তিনি আরো বলেন, জীবনের মায়া ত্যাগ করে দেশকে ভালোবেসে ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। শহীদদের স্বপ্ন পূরণে জামায়াতে ইসলামী আগামীতেও কাজ করবে।
কলারোয়াধীন গাজনা-উফাপুরের পিচ ঢালা কালো রাস্তায় লেগে থাকা রক্তের দাগ শুকিয়ে গেছে ঠিকই কিন্তু পরিবারের প্রত্যেকটি সদস্যের হৃদয়ের ক্ষত শুকায়নি আজও। আজও তারা কেঁদে ফেরে। তাদের সাথীদের নির্বাক চাহনি দু চোখের কোণে পানি চিক চিক করে ওঠে। হে আল্লাহ দ্বীনের জন্য জীবন দানকারী শহীদ রুহুল আমিন আরিফ বিল্লাহ ও শামসুর রহমানকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করিও, আমিন।
