যশোরে তারেক রহমানের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ইফতার সামগ্রী বিতরণ

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২৫০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৫)ই মার্চ সকালে লালদীঘির পাড় দলীয় কার্যালয়ের সামনে, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজেদুর রহমান সাগরের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন, এস এম জিলানী, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অধ্যাপিকা নার্গিস বেগম সাবেক আহবায়ক,যশোর জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত, সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় সংসদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু,
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,
সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও
শহিদুল বারী রবু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার রানা সহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।।
