সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন কলারোয়ার ফারহানা নাজনীন

সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সন্তান ফারহানা নাজনীন ।

গত ২৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক ১৭তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হন।

ফারহানা নাজনীন কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের সন্তান। শিক্ষক পরিবারের সন্তান মাস্টার জাহাঙ্গীর হোসেনের বড় কন্যা ফারহানা নাজনীন।

স্থানীয় সিংলাল প্রাথমিক বিদ্যালয় কৃতিত্বের সাথে শেষ করে ভর্তি হন তার পিতার কর্মস্থল বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ে। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তি হোন ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজে। ২০১৪ সালে এইচএসএসি জিপিএ-৫ পেয়ে এডমিশান নেন প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষায়াও অসামান্য ফলাফল করে ভবিষ্যতে বিচারক হওয়ার প্রত্যয়ে ভর্তি হয় আইন ও বিচার বিভাগে। তারপর ২০১৯ সালে এলএলবি ও ২০২০ সালে এলএলএম সম্পন্ন করে ফারহানা। এরপর ১৭ তম জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় সহকারী জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছে।

এ ব্যাপারে ফারহানা চাচা ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ জাকির হোসেন বলেন, তার ভাতিজা ফারহানা নাজনীন অত্যন্ত মেধাবী একটা মেয়ে। যেন পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না। তার আগ্রহ ও উদ্দীপনা দেখে সকলেই ভাবতো সে কোন একসময় বড় কোন অফিসার হবে।

ফারহানা তার মানসিক চাপ এবং মোটিভেশন বজায় রাখার বিষয়ে বলেন, বিজেএস পরীক্ষায় এ সাফল্যে তার বাবা সবসময় তাকে সাহস দিয়েছেন এবং পরিবারের সামগ্রিক সমর্থন ছিল অপরিসীম। যেহেতু বিচারকের লাইনে এলাম, তাই সব সময় ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করব।’

উল্লেখ্য যে, তার স্বামী আরিফ হোসেন ও সহকারী জজ হিসেবে বরগুনা জেলা আদালতে কর্মরত আছেন৷



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *