কলারোয়ায় ১২ বছরের প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক শিশু (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মোঃ ইব্রাহিম গাজী (২১) গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলী গাজী ও ফাতেমা বেগমের পুত্র।

শিশুটির নানি জানায়, ধর্ষণের শিকার শারীরিক ও বাক প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশুর পিতা কয়েক বছর আগে মারা গেছেন। তার মায়ের অন্যত্র বিবাহ হওয়ায় বর্তমান স্বামী নিয়ে সেখানে বসবাস করেন। ফলে ওই শিশু তার নানা বাড়ী গোপীনাথপুরে থাকে। ইব্রাহিম গাজী ও বাক প্রতিবন্ধী ওই শিশুর নানার বাড়ি পাশাপাশি। বুধবার সকাল ১০টার দিকে ধর্ষকের বাড়িতে কেউ না থাকায় বাক প্রতিবন্ধী শিশুকে কৌশলে তার বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষক ইব্রাহিম গাজী বসত ঘরের পশ্চিম পার্শ্বে বারান্দার কক্ষের মধ্যে শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি শিশুটির নানিসহ আশেপাশের লোকজন জানতে পেরে ধর্ষক ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশকে অবগত করলে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেফতার করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *