অবৈধ অনুপ্রবেশ: শ্যামনগর সীমান্তে তিন নারী আটক

সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে অনুপ্রবেশকালে তিন নারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকালে শ্যামনগরের কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।

শনিবার (১৫ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটক তিন নারীর মধ্যে মোছাঃ শাহনেওয়াজ বেগম (৩৯) ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন এবং মোছাঃ রোজিনা খান (২৬) ও মোছাঃ জুলি (২৮) ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানিয়েছেন।

কোস্টগার্ড জানায়, আটককৃত নারীরা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে, তাদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। আটককৃতদের জব্দকৃত মালামালসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *