দলীয় শৃঙ্খলা রক্ষা করার জন্য তারেক জিয়ার ১২ দফা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : সাবেক এমপি হাবিব

কলারোয়ায় বিএনপি’র আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭ মার্চ) সকাল ১০ টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপন্থিত ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা তারেক জিয়ার ১২ দফা বাস্তবায়ন করতে চাই। আমরা ভালোবাসা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে চাই। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করতে চাই। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। নিরহংকার ও বিনয়ী আচরণ করে মানুষের মন জয় করুন। তিনি আগামীতে নারী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নারী সমাবেশ আয়োজন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ বলেন, বিএনপি দলীয় শৃঙ্খলাকে বিশেষভাবে গুরুত্ব দেয়। সকলকে তারেক রহমানের ১২ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহবান জানান তিনি। এছাড়া সভায় সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নে উঠান বৈঠক কর্মসূচি আয়োজনের কথা উল্লেখ করা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী ও যুগ্ম আহবায়ক কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আকতারুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মাহফুজার রহমান, রফিকুল ইসলাম, শেখ ফারুক আহমেদ, মাগফুর রহমান রাজু, আমিনুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, রুহুল আমিন খোকন, আবু রায়হান, শফিউল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *