ঝাউডাঙ্গায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝাউডাঙ্গা প্রতিনিধি:: ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ই মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অডিটোরিয়ামে ছাত্র শিবিরের থানা শাখার সভাপতি আকবর হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের বায়তুল মাল সম্পাদক আরিফ হোসেন, ঝাউডাঙ্গা শিবিরের সাবেক সভাপতি আব্দুস সালাম, হাফেজ সাইফুল্লাহ, আব্দুল আজিজ ও আসাদুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বদর থেকে আমাদের শিক্ষা নিয়ে দ্বীন কায়েমের আন্দোলনে কাজ করতে হবে, কোনভাবে পিছপা হওয়া যাবে না।

আলোচনা সভা শেষে ঝাউডাঙ্গা ইউনিয়নের শিবিরের শতাধিক নেতা কর্মীদের উপস্থিতে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *