কলারোয়া রিপোর্টার্স ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা কলারোয়া রিপোর্টার্স ক্লাবে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ ২০২৫) সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় ও সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য, সাংবাদিকতার নৈতিক দায়িত্ব এবং সমাজের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি মোঃ জহুরুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”এ সময় আরো বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপদেষ্টা, অ্যাডভোকেট আব্দুল্লাহিল হাবিব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন। দোয়া ও মোনাজাত করেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *