হেলাতলায় ওলামা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ার হেলাতলায় ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ মার্চ)দুপুর ৩:৩০ ঘটিকায় হেলাতলা ইউনিয়ন জামায়াত অফিস সংলগ্ন খলসী কেন্দ্রীয় জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হেলাতলা ইউনিয়ন জামায়াত আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইমামুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন বিশিষ্ট আলেম ও সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা ওমর আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃশাহাজান কবির,হেলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃআবু তালেব সরদার,প্রমুখ।
