সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহর আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় সাতক্ষীরা- খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ মো. মোহর আলী শেখ সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার মৃত আব্দুল করিম শেখ এর ছেলে।

কাটিয়া কর্মকারপাড়া এলাকার গৌর দত্ত জানান, বৃদ্ধ মোহর আলী শেখ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় খুলনা – সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বিনেরপোতার দিক থেকে শহর অভিমুখী আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্ক দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

মোটরসাইকেল চালক ছিলেন পুরাতন সাতক্ষীরা এলাকার ময়নার ছেলে তানজিম আহমেদ। তার ব্যবহৃত RM-5 মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *