কলারোয়ায় গরিব ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সাতক্ষীরার কলারোয়ার ৩নং কয়লা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অসহায়-দুস্থ পরিবার মাঝে মাথা পিছু ১০ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল (২৩ শে মার্চ) রবিবার সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সোহেল হোসেনের ও খাদ্য শস্য নিয়োগ কূত টেগ অফিসারের উপস্থিতিতে ২২৫ জন কার্ড ধারীর মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক ধলের আহবায়ক মোঃ মোসাররফ হোসেন,শ্রী গোপীনাথ ( গোপী,) চঞ্চলসহ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, ও সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্যবৃন্দ, গরিব ও অসহায় দুস্থ কাটধারি জনগন গ্রাম পুলিশগণ প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ জহুরুল ইসলাম জানান, উপকারভোগীদের তালিকা এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পায়।
