শার্শায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

যশোরের শার্শায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকালে উপজেলা নাভারন দারুল আমান ট্রাস্টে জামায়াতের আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা জামায়াতের আমির মাওলানা ফারুক হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

তিনি সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদানের বিষয়ে আলোচনা করেন।

তিনি জানান,পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের অবিচল থাকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও সহকারি সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

এ সময় উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি মকবুল হুসাইন,শার্শা উপজেলা জামায়াতের যুব বিভাগ সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *