কলারোয়ায় হাবিব এমপির ভাগ্নে যুবদল নেতা পলাশের স্ত্রী বিয়োগ

সাতক্ষীরার তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ভাগ্নে কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেত্রবতী হাইস্কুলের আহবায়ক কে,এম আশরাফুজ্জামান পলাশ এর সহধর্মিণী প্রভাষক মৌসুমী পারভীন (৪৩) মঙ্গলবার (২৫ মার্চ)সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১পুত্র, ১ কন্যা শিশুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকায় চিকিৎসা সেবা নিয়ে সম্প্রতি তিনি কলারোয়ার বাসায় আসেন। বাসায় এসে বেশি অসুস্থতা বোধ করলে তাকে প্রথমে সাতক্ষীরার সিবি হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে মঙ্গলবার দুপুরের দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ তে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এদিকে, বুধবার ২৬ মার্চ বেলা ১১টায় বামনখালি হাইস্কুল মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানাজা শেষে গোছমারা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *