কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতার জানাজা সম্পন্ন

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হেলাতলা ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি মোঃ আবু জাফর সরদার (৭৫) এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
গতকাল ২৯শে মার্চ শনিবার সকাল ১০টায় কলারোয়া উপজেলার ইসলামপুর মাদ্রাসা ময়দানে মরহুম আবু জাফর সরদার (৭৫)এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা ওমর আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান , হেলাতলা ইউপি চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু তালেব সরদার প্রমুখ।
প্রকাশ থাকে গত ২৮শে মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর যশোর – সাতক্ষীরা মহাসড়কের রঘুনাথপুর হেচারীর পাশে মোঃ আবু জাফর (৭৫)তার মোটরসাইকেলে বসে ছিল। যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক পিছন দিকে তাকে সজোরে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরা ,পরে খুলনা নিয়ে যাওয়ার পথিমধ্যে আনুমানিক সন্ধ্যা ৬টায় তার মৃত্যু ঘটে। তার বাড়ি কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামে । মৃত্যুকালে
তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন ।
এ দিকে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামী মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এক বিবৃতি দিয়েছে।
