কলারোয়া আলিয়া মাদ্রাসা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়া আলিয়া মাদ্রাসা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকালে কলারো আলিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সদস্য সচিব বিশিষ্ট ব্যাংকার মোঃ আবুল খায়েরের সঞ্চালনায় ও আহ্বায়ক মাওলানা তৌহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের অন্যতম দায়িত্বশীল বোয়ালিয়া দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাওলানা মোঃ আলতাফ হোসেন, পুটুনি দাখিল মাদ্রাসা সুপারেনটেনডেন্ট মাওলানা মোঃ মোমিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম লাভলু, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারি মোঃ জাহিদুর রহমান, ইসলামপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোস্তফা আল মামুন, আমেরিকা প্রবাসী মোঃ শাকিল হোসেন, পলিটেকনিক কলেজের মোঃ হাবিবুল্লাহ, খুলনা বিএল কলেজের শিক্ষার্থ আতিকুর রহমান, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম শেখ তামিম হাসান প্রমুখ।
অনুষ্ঠানে আগামী ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নের ব্যাপারে সামগ্রিক আলোচনা তুলে ধরেন অ্যাসোসিয়েশনের আহবায়ক ও সদস্য সচিবসহ দায়িত্বশীলবৃন্দ।
