কলারোয়া বাজারে গরুর মাংসের শক্তিশালী সিন্ডিকেট, কেজিপ্রতি দাম উঠেছে ৮০০ টাকা

কলারোয়া বাজারে ঈদের আগমুহূর্তে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০-৮৫০ টাকা। তবে অন্যান্য বাজারে আরও ১০০-১২০ টাকা কমে গরুর মাংস বিক্রি হতে দেখা গেছে। ক্রেতারা বলছেন, গরুর মাংসের দাম অস্বাভাবিক বাড়িয়ে ৮০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।আজ রোববার সকালে কলারোয়া বাজার ঘুরে গরুর মাংসের দামের এ চিত্র পাওয়া গেছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। সাধারণত চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়। সে চিন্তা করে কলারোয়ার অনেকেই ঈদের বাজার করছেন আজ। তাই গরুর মাংসের দোকানেও ভিড় দেখা গেছে। চাহিদা বেশি থাকায় দর-কষাকষির সুযোগ কম।
আজ কলারোয়া বাজার ঘুরে দেখা গেছে, ঈদ সামনে রেখে অনেকেই সাধ্যমতো গরুর মাংস কিনছেন। খাসি ও ছাগলের মাংসের চাহিদা কম হলেও ক্রেতার সংখ্যা আগের তুলনায় বেড়েছে। এ ছাড়া ব্রয়লার ও সোনালি মুরগির বেচাকেনাও অনেক বেড়েছে।

কলারোয়া মৎস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন গরুর মাংসের বেশি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি কলারোয়া প্রতিদিনকে বলেন ‘আগামীকাল ঈদ হতে পারে। এখন গরুর মাংস কিনতে এসে দেখি ৮০০/৮৫০ টাকা কেজি। এটা তো অনেক বেশি দাম। কলারোয়া বাজারে গরুর মাংসের দাম কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বেশি,,অথচ রোজার আগে ও প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল ৬৫০ থেকে ৭৫০ টাকা।
এখন অন্য বাজারেও যেতে পারছি না দেখে বাধ্য হয়ে এ দামে মাংস কিনতে হচ্ছে।’কলারোয়া বাজারে গরুর মাংসের দাম কেন বেশি এটা মনিটরিং করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ঈদ উপলক্ষে এই সিন্ডিকেট দাম আরও এক দফা বাড়ানোর পায়তারা করছে,সিন্ডিকেট ব্যবসায়ীরা ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *