কলারোয়ায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই- অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

সাতক্ষীরার কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য তালা- কলারোয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ‘জন্মস্থানের একটা মায়া, একটা ভালোবাসা আছে। যদিও জালেমের সীমাহীন জুলুমের কারণে দীর্ঘ সময় আপনাদের সাথে এভাবে হৃদ্যতা মন নিয়ে প্রকাশ্যে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি।দু:শাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি। তবে ইসলামী আন্দোলনের কর্মীদের হতাশার কিছু নেই। জুলুম-নিপীড়ন ও ফাঁসি দিয়ে দমিয়ে রাখা যাবেনা। এই আঁধার কেটে যাবে। ইনশাআল্লাহ। প্রচলিত সকল ভ্রান্ত মতবাদের উপর ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।’

তিনি আরো বলেন, ‘আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে হিন্দু মুসলিম কিংবা মেজরিটি মাইনরিট বলে কিছু থাকবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীর নির্বাচনকে একটা মাইলফলক হিসেবে নিতে চায় ইসলামী জনতার জন্য ভোটের একটা বাক্স যেন হয় এ ব্যাপারে আমীরে জামায়াত এর চেষ্টা অব্যাহত আছে। ১৯৯১- ৯৬ সাল পর্যন্ত মরহুম শেখ আনসার আলী সাহেবের দায়িত্ব পালন করেছিলেন মাঝখানে বিরাট একটা গ্যাপ হয়ে গেছে। জনগণের সেবার মাধ্যমে তালা-কলারোয়া নেতৃত্বের ধারা অব্যাহত রাখতে চাই। এই নির্বাচনের মাধ্যমে যেন আমাদের নেতৃত্বের ধারা এখানে চলমান থাকে সে ব্যাপারে আমাদের সকল পর্যায়ে নেতা কর্মীদেরকে নিজেদের আমল ও আচরণ দ্বারা মানুষের মন জয় করতে হবে।’

পবিত্র ঈদুল ফিতরের পরদিন মঙ্গলবার (১ এপ্রিল) কলারোয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘মজলুম জনপদ সাতক্ষীরা ইসলামী আন্দোলনের ঘাটি। বুলডোজার দিয়ে দায়িত্বশীলের ঘরবাড়ি মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়ার নজির এ জেলাতে জালেমরা করেছে। জালিমের হাতে দেশটা যেন আর না যায়। দেশটা আপনাদের হাতে দেখতে চাই। এমন একটা দেশ দেখতে চাই চাদাবাজ, ঘোষখোর ও সুদখোরদেও ঠাঁই হবে না। আপনাদের চাওয়াই কি এক? যদি এক হয়, তাহলে লড়াই আমাদের শেষ না, লড়াই শুরু। শহীদের পরিবারের চোখের পানি যতদিন ঝরবে, এই লড়াই চলবে। যতদিন এই দেশে আল্লাহর আইন, মানবতার আইন, মানবিক আইন প্রতিষ্ঠিত না হয়। ততদিন আমাদের এই অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না, ইনশাআল্লাহ।’


কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোঃ শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারী শরীফুজ্জামান মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গণী, জেলা ইউনিট সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ ইমামুল ইসলাম, উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা কর্ম পরিষদ সদস্য এ কে এম কোরবান আলী, মাওলানা আহমদ আলী,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি ও ঢাকা মহানগর উত্তরের শেরেবাংলা নগর থানার সেক্রেটারি মোঃ তারিফুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার অন্যতম সমন্বয়ক হাসান আল বান্না। ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সহ সম্পাদক রায়হান মাহমুদ, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, মাওলানা রেজাউল করীম প্রমুখ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *