খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওবায়দুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে নগরীর হরিণটানা থানার বিপরীতে মম মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক লবণচরা থানাধীন মোহাম্মাদ নগর এলাকার সাহার উদ্দিন হাওলাদারের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মুরগির গাড়ির ছাদে উঠে কাজ করার সময় দুর্ঘটনাবশত উপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ির নিচে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *