গাঁজায় হামলার প্রতিবাদে ঝিকরগাছা বাঁকড়ায় প্রতিবাদ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামমলার প্রতিবাদে ও গাঁজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ঝিকরগাছার বাঁকড়ায় প্রতিবাদ সমাবেশ ও মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ই এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার বাঁকড়া ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও মার্চ ফর প্যালেস্টাইন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এসময় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশের সকলকে একাত্বতা প্রকাশ করার আহ্বান জানিয়ে তারা বলোন শুধু মুসলমান নয়, এই প্রতিবাদ যেন হয় সর্বস্তরের জনগণের। একইসাথে ইসরায়েলি পণ্য বয়কট করার দাবি জানান তাঁরা।

কর্মসুচীতে এ সময় ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি’র প্রিন্সিপাল হাফেজ মাওলানা রেজাউল ইসলাম,ভাইস প্রিন্সিপাল মাওলানা আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান রবি সহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *