চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে সোমাবার (১৪ই এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা শাঁকদহা ব্রীজ সংলগ্ন এলাকায়।

ইজিবাইক চালকের নাম মুস্তাফিজুর রহমান (৩০)। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে।

জানা যায়, মুস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় আজও সকালে ইজিবাইক নিয়ে ভাড়া খাটতে যায়। শাঁকদহা ব্রীজ সংলগ্ন এলাকায় কে বা কারা অচেতন করে ফেলে রেখে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। বর্তমানে সে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *