কলারোয়ার দেয়াড়া-কাশিয়াডাঙ্গায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া কাশিয়াডাঙ্গা গ্রামে প্রতিবেশী ছোট ছেলে মেয়েদের খেলাধুলা কে কেন্দ্র করে হাছেন শেখ নামে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার (১৬ই এপ্রিল)রাত সাড়ে ৮টার দিকে কথা কাটা করার এক পর্যায়ে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের মেয়ের জামাই ও নাতি ছেলে আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেমেয়েদের খেলাকে কেন্দ্র করে , মহিলারা কথা কাটা সময় হাতাহাতি শুরু হলে নিহত বৃদ্ধ তাদের এই ঝগড়া বিপদ থামানোর জন্য চেষ্টা কালে প্রতিপক্ষের শাহাদাত হোসেনের স্ত্রী শুকতারা বেগম কাঠের তক্তা দিয়ে ঐ বৃদ্ধার ঘাড়ে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
