শার্শায় বিএনপি’র কর্মি’র এক একর জমির ধান কেটে নেওয়ার অভিযােগ

যশােরের শার্শা উপজেলার গােকর্ণ গ্রামের বিএনপির কর্মি কৃষক জুল হাসানের এক একর জমির পাকা ধান জাের করে কেটে নিছে বলে অভিযােগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় কষক জুল হাসান পুলিশে অভিযােগ করলেও কােন সুরাহা হয়নি। কৃষক জুল হাসান শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের গােকর্ণ গ্রামের মৃত মােশারফ হাসানের ছেলে।

অভিযােগ বিএনপির কর্মি কৃষক জুল হাসান জানান ,তিনি ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দ পুর ইউনিয়নের গরসুটি মৌজায় কবলা মুল ২০২২ ও ২০৩৯ দাগ এক একর জমি ক্রয় করে চাষ-আবাদ করেন। জুল হাসান এ বছর তার জমিতে ইরি ধান রােপনের জন্য জমিও তৈরী করেন। জমি তৈরীর পর ধান রােপনের জন্য তিনি তার জমিতে গিয়ে দখল ক বা কাহারা তার জমিত ধান লাগিয়ছ। পর জানতে পারেন পূর্ব শত্রুতার জেরে ধরে শার্শা উপজলার পাশ্ববর্তি ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গরসুটি গ্রামের মৃত হানিফ আলীর ছেলেরা তার জমিতে জাের করে ধান লাগিয়েছে। এখন ঐ জমির ধান তারা কাটা শুরু করেছে। জুল হােসেন অভিযােগ উল্লেখ করেন তার জমিতে পাকা ধান কাটা ও জাের করে জমি দখলের জন্য গরসুটি গ্রামের মৃত হানিফ আলীর ছেলে মানিক(৪৫), তার সহদর আনিছুর রহমান(৩৫), জুয়ল রানা(৩২), আব্দুল্লাহ(৪২) ও মােতালব হাসান (৩৮) এর বিরুদ্ধ জমি দখল ও ধান কাটার ঘটনায় গত ১৭ এপ্রিল ঝিকরগাছা থানায় একটি অভিযাগ দায়ের করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি কর্মি কষক জুল হােসেন জানান, তিনি তার ক্রয়কৃত ঐ এক একর জমির ১৯৬২ সালের মুল মালিক থেকে বিক্রিত সর্ব শেষ ক্রয়কত জমির মালিকের নিটক থেকে কবলা মুল ঐ জমি ক্রয় করেছেন। ক্রয়কত ঐ দলিল বিবাদী মানিকর পিতা হানিফ আলী সনাক্ত করেছেন। এ ছাড়াও হানিফ আলী লিখিত ভাবে ঐ জমিতে তার কােন আপত্তি বা অভিযােগ নাই বলে স্বাক্ষর করে দেন।জুল হাসান জানান এখন তার নাম ঐ জমির রেকর্ড ও নাম জারীসহ সকল দলিলাদী কাগজপত্র আছে। তিনি বলেন এখন জাের করে তার জমি দখল করে পাকা ধান কেটে নেওয়া হচ্ছে। জুল হাসান বলেন স্থানীয় ভাবে মােড়ল মাতবারদের কাছে একাধিক বার এ ব্যাপারে জানানা সত্বেও কেউ তার কােন উপকার করেনি।

এ ব্যাপার জানতে চাইলে অভিযুক্ত মানিক জানান,স্থানীয় ভাবে বসে জুল হাসান তার জমির কাগজপত্র দেখাতে পারলে তারা জমি দিয়ে দিবেন।

এ ব্যাপার জানতে চাইলে ডিহি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওলিয়ার রহমান জানান,গােকর্ণ গ্রামের জুল হাসান একজন বিএনপি কর্মি ও দরিদ্র কৃষক। ওলিয়ার রহমান জানান জুল হাসানের পাকা দান বা তৈরী জমিতে পাশ্ববর্তি গরসুটি গ্রামের মৃত হানিফ আলীর ৫ ছেলে ধান লাগিয়েছে। এখন ঐ জমির সেই পাকা ধান কেটে নিছে বলে সত্যতা শিকার করেন।

এ ব্যাপার জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইন চার্জ বাবলুর রহমান জানান, অভিযাগ পেয়েছি। বিষয়টি যেহেতু বাদী শার্শা থানার ও বিবাদী ঝিকরগাছা থানার। এ জন্য ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন এ ব্যাপার তার কিছু জানা নেই। তবে অভিযােগ পেলে তা তদন্ত করে প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *