কলারোয়া- শার্শার মোহনায় জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের ১০ম দিনে ৮নং কেরালকাতা ও ৭ নং কায়বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যৌথ উদ্যাগে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) মাগরিব নামাজ শেষে কোটা প্রাইমারি স্কুল মাঠে ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ কলিমুদ্দীনের সভাপতিত্বে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর ও কায়বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৯ নং ওয়ার্ডের টীম সদস্য আনজানুর রহমান এর যৌথ সঞ্চালনায় এ দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য তালা- কলারোয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও শার্শা উপজেলা জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, কেরালকাতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আজিজুল হক, নায়েবে আমীর আমজাদ হোসাইন, সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত, ইউনিয়ন জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হুমায়ুন কবীর প্রমুখ।

এসময় প্রধান অতিথি চলমান কর্মসূচির গুরুত্ব,উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচা তুলে ধরে ইসলামী সমাজ বিনির্মানে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *