ঝিকরগাছার কুলবাড়ীয়া হাই স্কুল এডহক কমিটির সভাপতি হলেন এস এম মিজানুর

ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে এসএম মিজানুর রহমানকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মু. কামরুজ্জামানের সই করা কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত ৬৪ এর আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক এরশাদ আলী সদস্য সচিব, গোলাম হুসাইন অভিভাবক প্রতিনিধি ও হাবিবুর রহমাকে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।
এস এম মিজানুর রহমান জানান, এ শিক্ষা প্রতিষ্ঠানে সেবা করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। রাজনৈতিক মুক্ত শিক্ষাঙ্গন,সুশৃঙ্খল পরিবেশ ও বিদ্যালয় উন্নয়নে কাজ করতে ভুমিকা রাখবো এই পরিচালনা পরিষদ কমিটি। তিনি যশোর শিক্ষা বোর্ডের সকল কর্মকতাদের কৃতঙ্গতা জানিয়ে সহযোগীতা কামনা করেন।
