দেবহাটা খানবাহাদুর আহসানুল্লাহ কলেজে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতী কাজের অংশ হিসেবে দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে খানবাহাদুর আহসানুল্লাহ কলেজে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ এপ্রিল) প্রতিষ্ঠান চলাকালীন সময়ে দাওয়াতি কাজের অংশ হিসাবে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।


গণসংযোগ শেষে দাওয়াতী সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

নেতৃবৃন্দ জামায়াতের প্রচারপত্র বিলি, ইসলামী সাহিত্য এবং সহযোগী ফরম বিতরণ করেন। এসময় কলেজের শিক্ষক কর্মচারীগণ সংগঠনের সহযোগী ফরম পূরণ করেন সবশেষে সকলের উপস্থিতিতে একটি দাওয়াতী সভায় মিলিত হন।

গণসংযোগে প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ৫ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো সেখানে ছাত্রদের তিনটি স্লোগান ছিল, “উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবির, আল্লাহু আকবার এবং দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।” তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিশেষে দেবহাটা থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করছেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা আমীর, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *