গর্ভধারিনী মাকে ফিরে পেতে প্রখর রৌদ্রে সাতক্ষীরার রাস্তায় রাস্তায় অবুঝ দুই শিশু সন্তান

নিজের গর্ভধারিণী মাকে ফিরে পেতে পোড় খাওয়া রোদ্র মাথায় নিয়ে সাতক্ষীরা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দুই অবুঝ সন্তান।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের সোহেল রানা ও আনজুয়ারা খাতুন আইভী দম্পতির দুই সন্তান আশুরা সুলতানা তোয়া (৬) ও আবরার ফুয়াদ (৫) বৈশাখের প্রখর রৌদ্রের মধ্যে সাতক্ষীরা শহরের রাস্তায় ‘মা তুমি কোথায় তোমার কাছে যাবো’ এরকম আর্তনাদ করতে করতে ছুটে বেড়াতে দেখা যায়। অবুঝ শিশু তোয়া ও ফুয়াদের মতোই তাদের পিতার চোখেও পানি ঝরতে দেখা যায়।

তোয়া ও ফুয়াদের পিতা সোহেল রানার সাথে কথা বললে জানা যায়, তিনি ৫০ নাম্বার গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কর্মরত আছেন। পাশাপাশি লোকের জমি বর্গা নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মৎস্য চাষ করে থাকেন। লক্ষ্য স্ত্রী সন্তানকে নিয়ে একটু ভালো থাকা। কিন্তু বিধি বাম স্ত্রী একই গ্রামের রহমান গাজীর ছেলে বখাটে ও বিবাহিত রবিউল ইসলাম গাজীর খপ্পরে পড়ে স্বামী সন্তান রেখে পালিয়ে গেছে।

এই ঘটনায় সোহেল রানার থেকে বহু গুণ বেশি অসহায় অবস্থার মুখোমুখি হয়েছে আইভির দুই ছেলে মেয়ে।

তাই অবুঝ শিশু তোয়া ও ফুয়াদ আজ সাতক্ষীরা শহরে এসে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে মাথার ঘাম পায়ে ফেলে মাকে খুঁজে বেড়াচ্ছে।
তাদের সাথে কথা বলে জানা যায় নিষ্ঠুর মা তাদের ভুলে গিয়ে বহু বিবাহের নায়ক রবিউলের সাথে সাতক্ষীরার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে।

সোহেল রানা আরও জানান, সবকিছুর পরও তাদের দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে আবারো তাদের ঘর আলো করতে চায়। সব ভুল ভুলে যেয়ে সংসারের বন্ধনকে অটুট করতে চায় তিনি। সোহেল রানার লক্ষ্য দুই ছেলে মেয়েকে মানুষের মত মানুষ তৈরি করে তাদেরকে বড় করা।

এ ব্যাপারে আইভীর ফোনে বহুবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সোহেল রানা জানতে পেরেছে আইভি সোহেল রানার সংসার থেকে পাওয়া স্বর্ণালংকার সহ মূল্যবান যা নিয়ে গিয়েছে সব রবিউলের হাতে তুলে দিয়েছে। রবিউল আত্মগোপন করার স্বার্থে আইভীর ফোনটি নষ্ট করে দিয়েছে। আইভি গত ১৩ ই রমজান তার বাবার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পুরন্তপুর গ্রামের বাবার বাড়ি মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে সেখান থেকে রবিউলের সাথে যোগাযোগ করে পালিয়ে যায়। এরপর থেকে সোহেল রানার সংসার ছিন্ন ভিন্ন হয়ে পড়ে।
সোহেল রানার কোন ভাই নেই। আছে এক বোন তিনি খুলনাতে থাকেন শশুর বাড়িতে। সন্তানের যথাযথ পরিচর্যায় তাই এখন দেখা দিয়েছে চরম সংকট। সংসার হয়ে গিয়েছে ছিন্নভিন্ন। সবকিছুর পরও ছেলে মেয়ে ও সোহেল রানা এখনো আশায় আছে দুই ছেলে মেয়ের মা আইভী ঘরে ফিরবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *