অপহরণের ৩৪ দিন পর সাতক্ষীরা থেকে যশোরের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

অপহরণের এক মাস চারদিন পর সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়েছে যশোরের ব্যবসায়ী রেজাউল ইসলামের (৪৫) মরদেহ।

রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে আশাশুনি উপজেলার দক্ষিণ একসরা গ্রাম থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রেজাউল ইসলাম যশোর কোতোয়ালি থানার শংকরপুর এলাকার বাসিন্দা। পেশায় তিনি দর্জির কাজ করতেন।
পুলিশ জানায়, সবুজ গাজী নামের এক ব্যক্তি জমি কেনার কথা বলে রেজাউলের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নেন। কিন্তু জমি কিনে না দেওয়ায় টাকা ফেরত চান রেজাউল। এক পর্যায়ে চাপের মুখে পড়ে সবুজ। এরপর ২২ মার্চ টাকা ফেরতের কথা বলে রেজাউলকে ডেকে নেন তিনি। এরপর থেকে রেজাউলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় রেজাউলের স্ত্রী মমতাজ বেগম কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার পর সবুজ ও তার স্ত্রী প্রিয়াংকা খাতুন তাদের ভাড়া বাসা ছেড়ে পালিয়ে গেছেন।
যশোর কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বলেন, ঘটনার পর সবুজ গাজীর মোবাইল বন্ধ ছিল। গত ২৫ এপ্রিল মোবাইল খোলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয় চট্টগ্রামে। পরে শনিবার (২৬ এপ্রিল) সবুজ ও তার স্ত্রীকে আটক করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, যশোর থানা পুলিশের অভিযানে আমরা সহায়তা করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।
জিজ্ঞাসাবাদে সবুজ গাজী স্বীকার করেন, গত ২৩ মার্চ রেজাউলকে হত্যা করে সাতক্ষীরার একসরা গ্রামের একটি ঘেরের পাশে মাটিতে পুঁতে রাখেন তিনি। তার দেখানো স্থান থেকেই পুলিশ মরদেহ উদ্ধার করে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *