নৈশপ্রহরীর সহযোগিতায় মাধকাটি বাজারে দুর্ধর্ষ চুরি মালামাল সহ চোর আটক।
সাতক্ষীরা সদরের মাধবকাটি বাজারে গত ২৬ শে এপ্রিল রাতে আব্দুল হামিদ ডেকোরেটর এর দোকান থেকে ২টি ব্যাটারি , ১৫ কেজি তামার তার ও মিক্সার মেশিন চুরি হয়। পরবর্তীতে বাজারের ব্যবসায়ীগণ তদন্ত করে আজ ২৮ শে এপ্রিল সকালে চোরদের ধরলে দেখা যায় চোর চক্রের সকলেই মাদকাসক্ত। চোরদের ধরতে সবচাইতে বেশি সহযোগিতা করেন মাধবকাটি বাজারের নেট ও ডিস ব্যবসায়ী জুয়েল পারভেজ।
সংঘবদ্ধ চোরের মূল হোতা ইমরান হোসেন (২০) পিতা আরিজুল ইসলাম ( দেও আজিজুল), মাধকাটি বলফিল্ডের পাশে, সাতক্ষীরা স্বীকার করেন বাজারে নৈশপ্রহরী তরিকুল (পিতা রফিকুল ইসলাম) ছয়ঘরিয়া এর সহযোগিতায় চুরি করা মালামাল পারাপার করে। চুরিতে সহযোগিতা করেন ইমরান হোসেন পিতা মৃত মুকুল হোসেন, মাদককাটি বাজার সাতক্ষীরা। পরবর্তীতে চোর চক্র বিভিন্ন ধরনের চুরি ও ডাকাতির কথা স্বীকার করে। চুপড়িয়া মুজিবরের বাসা থেকে ২০ ভরি স্বর্ণ লুট করে সেটা ভাগাভাগির ২.৫ ভরি স্বর্ণ ও ব্যাটারি সাতক্ষীরা সদরের কদমতলার ফাহিম মাইকের মালিকের কাছে বিক্রি করে বলে স্বীকার করে। বাজার কমিটি ৩ জন চোর সদস্যকে পুলিশের হাতে হাতে তুলে দেন। ঘটনাটি নিশ্চিত করেন এবং তাদেরকে থানায় নিয়ে যান এস আই শফিককুল ইসলাম। তিনি আরো জানান ধৃত চোরদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে অন্য চোরদেরকেও গ্রেফতার করা হবে।


