শার্শার উলাশি মাধ্যামিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

শার্শার ঐতিহ্যবাহী উলাশি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার উলাশি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেয় শিক্ষক, শিক্ষার্থী।

এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,শিক্ষক প্রতিনিধি মাওলানা জাহাঙ্গীর আলম, সদস্য মকবুল হোসেন, শার্শা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাবিবুর রহমান ,উলাশী ইউনিয়ন সভাপতি মাওলানা শের শাহ ,বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির, মাওলানা ওয়ালিদুজ্জামান, আলহাজ্ব মিয়ারাজ আলি, ডাক্তার দ্বীন ইসলাম, আলমগীর হোসেন, কবিরাজ আবু হানিফ, মোহাম্মদ শাহাবুদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী আশা,শিমুল হোসেনসহ আরো অনেকে।

ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, উলাশি মাধ্যমিক বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন,আমি আপনাদের সকলকে নিয়ে দলমত নির্বশেষে সকলের ভালোবাসা নিয়ে সকলের পরামর্শ নিয়ে এই প্রতিষ্ঠানটাকে আমরা গড়তে চাই।সে কারনে আমি আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।

এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর জাহাঙ্গীর আলমকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন।

ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি মাওলানা জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি মকবুল হোসেন এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িক্ত পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মো কামরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা যায়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *