সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ অনুষ্ঠিত

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি,সাতক্ষীরার আয়োজনে অদ্য ২৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা ও দায়রা আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটি’র শুভ উদ্বোধন করা হয়। পরে জেলা ও দায়রা আদালত প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের খুলনা রাস্তার মোড় প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। তারপর লিগ্যাল এইড মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলাতে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লিখিত অনুষ্ঠান গুলোতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খাঁন মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মাইনুদ্দীন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা, জনাব মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক, সাতক্ষীরা, জনাব মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),সাতক্ষীরা, ডাঃ মোঃ আঃ সালাম, সিভিল সার্জন, সাতক্ষীরা, জনাব শেখ আব্দুস সাত্তার, বিজ্ঞ পিপি, দায়রা জজ আদালত,সাতক্ষীরা সহ জেলা পুলিশ, জেলা প্রশাসন, জেলা বিচার বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ,আইনজীবীবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
