ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী এমন দাবি পাকিস্তানের। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের।

পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভির এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী ভারতের ‘আগ্রাসন’-এর ‘কঠিন’ জবাব দিচ্ছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানি বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে। আরও বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।

এদিকে বুধবার স্থানীয় সময় রাত ১টার দিকে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান-শাসিত কাশ্মীরের দুটি শহরসহ তিনটি শহরে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। যার ফলে কমপক্ষে দুই বেসামরিক নাগরিক নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ছবিতে স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় একজন ও একটি শিশুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এছাড়াও একটি ভিডিওতে বিশাল বিস্ফোরণে এলাকা আলোকিত হয় ওঠা এবং বজ্রধ্বনি এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।

এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। সমস্ত অভ্যন্তরীণ এবং বহির্গামী ফ্লাইট করাচিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে না আসার এবং বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *