ঝিকরগাছায় মাশরুম চাষীদের রিফ্রেশার প্রশিক্ষন অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় মাশরুম চাষ সম্প্রাসারনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরন প্রকল্পের আওতায় মাষরুম চাষীদের রিফ্রেশার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১১ মে) বিকালে উপজেলা শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে মাদার মাশরুম চাষী ইমাদুল ইসলামের বসতবাড়ীতে এ রিফ্রেশার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি, পানি সম্পদ ও পল্লী পরিকল্পনা কমিশনার ফেরদৌসি আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপ্রধান রত্না শারমিন।
এছাড়া প্রকল্প পরিচালক ড. আকতার জাহান কাকন,খন্দকার রাশেদ ইফতেখার,জেলা প্রশিক্ষন অফিসার আবু তালহা, যশোর কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোশারেফ হোসেন,
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি ফেরদৌসি আক্তার সহ আগত অতিথিরা কুলবাড়ীয়া গ্রামের ইমাদুলের মাদার মাশরুম সেন্টার পরিদর্শন করেন এবং ঘুরে ঘুরে দেখেন।
