তিন দফা দাবিতে এবার শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের অবস্থান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য দলের নেতাকর্মীরা শনিবার দিবাগত রাত ৪টায় চলে যাওয়ার পর একই মঞ্চে আবারও অবস্থান নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এতে শহীদ পরিবারের শতাধিক সদস্যরা যোগ দিয়েছেন। রোববার সকাল থেকে তিন দফা দাবিতে এই অবস্থান নেন তারা। তিন দফা হলো- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা দাবি, জুলাই সনদ ঘোষণা দেয়া।

জুলাইয়ের গাদ্দার হুঁশিয়ার সাবধান, যোদ্ধাদের অবমূল্যায়ন মানবো না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। এ সময় তারা জুলাই সনদ ঘোষণা না পাওয়া পর্যন্ত শাহবাগে থাকার ঘোষণা দেন। শাহবাগের চারটি প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে দিয়েছেন তারা। এতে আশপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় দাবি আদায় না হলে সারা দেশের আহত ও শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে বড় আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *