দেশের জনগণ একটি কল্যাণমুখী রাষ্ট্রের জন্য উন্মুখ হয়ে আছে’-এড.মোয়াজ্জাম হোসাইন আলাল

জামায়াত ইসলামী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। মানুষের ভাগ্য পরিবর্তন হলে, সমাজের ভাগ্য পরিবর্তন হলে, দেশ ও জাতি উপকৃত হবে। এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায় জামায়াত।’
দেশের জনগণ একটি কল্যাণমুখী রাষ্ট্রের জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, দেশে একটি পরিবর্তন এসেছে। রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের জনগণ একটি কল্যাণমুখী সমাজ প্রত্যাশা করে।’
শনিবার (১০ মে) দুই দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরের প্রথম দিন রাতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, ‘গত ৫৩ বছরে অদল বদল করে যারা ক্ষমতার বিভিন্ন পর্যায়ে থেকেছে দেশের জনগণ তার থেকে বিকল্প হিসেবে নতুন শক্তিকে চাচ্ছে। যারা সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও নির্মোহ হিসেবে মানুষের কল্যাণে কাজ করবে। সেই দলই বাংলাদেশ জামাতে ইসলামী। ১৫ বছরে জামায়াতে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। অনেক ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, শাহাদাত, জেল-জুলুমের পরেও আল্লাহর দ্বিনের এই কর্মীরা আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, দেশের জনগণ এই ধরনের লোকজনদেরকে আগামী দিনে দেশ পরিচালনায় দেখতে চায়। জামায়াত মানুষের কল্যাণে কাজ করে। জামায়াত জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য দেশে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে।
তিনি আরো বলেন, ‘আগামী দিনে বাংলাদেশের দায়িত্বে যদি বাংলাদেশ জামায়াত ইসলামী আসে তাহলে কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করা হবে। সেখানে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা হবে। সেখানে কোনো বৈষম্য থাকবে না। সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। জামায়াত ইসলামী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। মানুষের ভাগ্য পরিবর্তন হলে, সমাজের ভাগ্য পরিবর্তন হলে, দেশ ও জাতি উপকৃত হবে। এমন একটি সমাজ বিনির্মাণ করতে চায় জামায়াত।’
আল্লামা সাঈদী ফাউন্ডেশনের হলরুমে পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর আয়োজনে জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতি এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান।
