বেনাপোলে ধানবোঝাই ট্রাকটরের ধাক্কায় মটর শ্রমিকের মৃত্যু

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ‍্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১১) মে সকাল১০ টার সময় যশোর বেনাপোল মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মমিন হোসেনের ছেলে। নিহত ইসমাইল হোসেন বেনাপোল বলফিল্ড এর সামনে সাদ্দাম হোসেনের মোটরসাইকেলের গ্যারেজে শ্রমিকের কাজ করতো।

ঘটনা সূত্রে জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমূখে ধান বোঝাই একটি ট্রাকটরের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী গ্যারেজ শ্রমিক ইসমাইল হোসেন মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামী বলেন, ধান বোঝাই একটি ট্রাকটর যশোর অভিমূখে যাওয়ার প্রাক্কালে, বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই সে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *