কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার-১

কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার-১সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি মনিরুল ইসলাম ওরফে মনির (৩৮) গ্রেফতার হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আসলাম খান, এএসআই (নিঃ) আলী হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় কলারোয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামি মনির কে গ্রেফতার করে পুলিশ।
আসামি মনির কলারোয়া থানার কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের মোঃ নুরুল হক ও মোছাঃ ফাতিমা বেগমের সন্তান।
গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
