সাতক্ষীরায় ‘আদর্শ গ্রাম’ গড়ার পথে কুশোডাঙ্গা: ঘুষমুক্ত ও নৈতিকতার আলোয় উদ্ভাসিত সমাজ গঠনের আহ্বান ডিসির

“সাতক্ষীরা জেলায় ঘুষ চলবে না, আমাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে”— এ ঘোষণা দিয়ে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ কুশোডাঙ্গা গ্রামকে সাতক্ষীরার প্রথম ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তোলার উদ্যোগের ঘোষণা দিয়েছেন।
রবিবার (১১ মে) বিকেলে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আদর্শ গ্রাম গড়তে হলে গ্রামের মানুষদের আদর্শ হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য হিংসা, লোভ, লালসা বর্জন করে একে অপরের পাশে থেকে বসবাস করতে হবে। মানুষের উপকার না করতে পারলেও যেন কেউ কারো অপকার না করে— সেটিই হবে উন্নয়নের বড় ভিত্তি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) আবুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ ও সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, সহকারী কমিশনার আহসান হাবিব, ইসতিয়াক আহমেদ তপু, তাজুল ইসলাম, শাহেদ হোসেন, নাফিউল ইসলাম ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, কুশোডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান ও জামায়াত সভাপতি সাইফুল্লাহ আল মামুন।
সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনীতিবিদ ও স্থানীয় নেতৃবৃন্দ কুশোডাঙ্গাকে সত্যিকার অর্থে একটি মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সরকারি সমন্বয়ই হবে সাফল্যের চাবিকাঠি।
উল্লেখ্য, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কুশোডাঙ্গা হবে সাতক্ষীরা জেলার প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষিত ‘আদর্শ গ্রাম’— যা অন্য ইউনিয়ন ও গ্রামগুলোর জন্য অনুকরণ
