বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা

যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৩মে) সকালে যশোর ৪৯ বিজিবি বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে সীমান্ত সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে খুলনা সেক্টরের অধীনে সব ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দল ও ভারতীয় কলকাতার বিএসএফের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল সমন্বয় সভায় অংশ নেয়।

সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি অত্যান্ত ফলপ্রসু আলোচনা হয়।

এর আগে সকালে বিএসএফের ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী তাদের ফুলেল শুভেচ্ছা জানান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *