কলারোয়া আলিয়া মাদ্রাসার সাবেক ও বর্তমান অধ্যক্ষের উপর হামলা

কলারোয়া প্রতিদিন ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদরাসার  অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আইয়ুব আলী এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ আহমাদ আলীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ কলারোয়া শাখার আয়োজনে বুধবার (১৪ মে) দুপুর ১২ টায় কলারোয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী জানান, মাদ্রাসার জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের একটি বিরোধ আছে। এবিষয়ে সালিশ মীমাংসার জন্য গতকাল(১৩ মে) কলারোয়া উপজেলা ভূমি অফিসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে  সালিশ শেষ হলেও জমির মালিক ইসহাক আলী ও রুহুল আমিন ভূমি অফিস চত্বরে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী  এবং আমার উপরে অতর্কিত হামলা চালায়। যা কোনভাবেই কাম্য নয়।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলেমদের উপরে হামলা সহ্য করা হবে না। অপরাধীদেরকে আইনের আওতায় এনে অনতিবিলম্বে বিচার করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

মানববন্ধন শেষে সুষ্ঠু বিচারের দাবিতে  উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *