শার্শার সামটা মাদ্রাসায় নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

যশোর শার্শার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪মে) বেলা ১১ টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা মোঃ মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ মাহবুবুর রহমানের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার আমীর অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মোঃ ফারুক হাসান।

নবগঠিত গভর্নিং বডির অন্যান্যরা হলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক বিদ্যোৎসাহী প্রতিনিধি মোঃ লিয়াকত আলী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যোৎসাহী প্রতিনিধি মোঃ রুহুল কুদ্দুস, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিদ্যোৎসাহী প্রতিনিধি মোঃ তৌহিদুর রহমান মনোনীত হয়েছেন।

এছাড়া সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার নিয়মিত গভর্নিং বডি গঠনের নিমিত্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি সদস্য সহকারী অধ্যাপক এ এইচএম আনোয়ার হোসেন, প্রভাষক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী ও সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল হক, দাতা সদস্য মোঃ সহীদুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সদস্য মোছাঃ সাহারুন নেসা নির্বাচিত হয়েছেন।

মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ রহমতুল্যাহ, মোঃ শাহাজান আলী ও মোঃ মফিজুল ইসলাম।

উল্লেখ্য যে, নবগঠিত গভর্নিং বডির প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যোৎসাহী প্রতিনিধি মোঃ রুহুল কুদ্দুসকে সহ-সভাপতি ঘোষনা করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *