কয়েক মাসে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া:ড.আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড.আসিফ নজরুল জানিয়েছেন, মালয়েশিয়া আগামী কয়েক মাসে এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে এবং বাংলাদেশকে এই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রী ও ট্রেড মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, যার ফলে কিছু অগ্রগতি হয়েছে। এছাড়া, মালয়েশিয়া ১৭ হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭,৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে এবং তারা শিগগিরই কর্মসংস্থানের সুযোগ পাবেন। আসিফ নজরুল আরও জানান, মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেবে এবং যারা অবৈধ অবস্থায় আছেন, তাদের বৈধ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া, সিকিউরিটি গার্ড, কেয়ার গিভার, নার্স ও স্কিলড ওয়ার্কার নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *